সস্ত্রীক করোনা আক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব
একুশে জার্নাল ডটকম
জুন ০১ ২০২০, ১৮:০১
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান।
তিনি বলেন, আব্দুল ওয়াদুদ চৌধুরী ও তার স্ত্রী, দুজনেরই করোনা পজিটিভ। তারা বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
এসময় তাদের শারীরিক অবস্থা ভাল অছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের আগের দিন থেকে তার (উপসচিব) গায়ে জ্বর ও শরীর ব্যথা ছিল। পরবর্তীতে জ্বর সেরে গেলেও পরীক্ষা করে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত।