সলিসিটার মাওলানা আবদুর রাকীবের স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুন ২৯ ২০২৫, ০৭:৫৪

গত ২৬শে জুন বৃহষ্পতিবার সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে মাদ্রাসার সাবেক কৃতিছাত্র ও ছাত্র সংসদের জি এস সলিসিটার মাওলানা আবদুর রাকীব স্মরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে মাদ্রাসার সাব্ক ছাত্র ও সুধিজন উপস্থিত ছিলেন। অতিথিগণ মাওলানা আব্দুর রাকীবের ছাত্র জীবন ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী একজন কৃতি ছাত্র, আলেমে দ্বীন,একজন সাংবাদিক, সংগঠক ও আইনজীবি।নিজ আদর্শ ও বিশ্বাসের প্রতি ছিলেন অনঢ় ও স্পষ্ঠাবাদী ও কর্মপাগল একজন মানুষ।
পূর্ব লন্ডনের সেন্টার ফর ইসলামিক গাইডেন্সের একাডেমিক মিলনায়তনে পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাদির সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন পরিষদের জেনারেল সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র ও পরিষদের উপদেষ্ঠা হাফিজ মাওলানা আবু সায়ীদ।
বক্তব্য রাখেন মাওলানা এ কে মওদুদ হাসান,ব্যারিষ্টার মাওলানা আহমেদ আব্দুল মালিক, মাওলানা রফিক আহমদ রফিক,মাওলানা সুলেমান আলী পীর, মাওলানা তাজুল ইসলাম তালুকদার,মাওলানা দিলোয়ার হোসেন, মাওলানা শাহ রিদওানুর রহমান. মাওলানা এ বি এ হাসান,মাওলানা
আবদুল্লাহ হাবীবুর রহমান ও জনাব শামসুল আলম প্রমূখ।
সভায় মরহুমের তিন ছেলে .আব্দুর রহমান ওবায়দুল্লাহ আব্দুর রহিম..যোগদান করেন ও তাঁদের পিতার স্মৃতির উপর বক্তব্য রাখেন এবং তাঁদের পিতার জন্য সকলের নিকট দোয়া চান।
পরিশেষে হাফিজ মাওলানা আবু সায়ীদ মাওলানা আবদুর রাকীবের ও তার পরিবারের জন্য দোয়া করেন।