সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছেঃ গোয়াইনঘাটে মন্ত্রী ইমরান

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১২ ২০২২, ১৮:৫৮

  1. তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, “শেখ হাসিনা সরকার সুখে-দুঃখে সব সময় কৃষকদের পাশে রয়েছে এবং তাদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামীলীগ সব সময় দেশের মানুষের কথা চিন্তা করে। দেশের উন্নয়নের কথা ভাবে। তাই প্রাকৃতিক দুর্যোগে দেশের কৃষকের যে ফসল হানি হচ্ছে, সরকার তা নিরুপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।”

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা ও পানি উন্নয়ন বোর্ডের ডাউকি নদীর তীর সংরক্ষণ ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী, কৃষি উপকরণ ও বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী ইমরান আহমদ গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পুনর্বাসন যাচাইকরণ ও গোয়াইনঘাট উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথ সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম ও গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান এস. কামরুল হাসান আমিরুল, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান প্রমুখ।