সরকারে এজেন্টরা বাসে আগুন দিয়েছে: ফখরুল
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৩ ২০২০, ১২:৪৫
গণতন্ত্র পুনরুদ্ধারের শান্তিপূর্ন আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকারে এজেন্টরা বাসে আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ফখরুল বলেন, বাসে আগুন লাগার ঘটনা ন্যাক্কারজনক। এমন ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান তিনি। বিএনপিকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন নিয়ে ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর। নির্বাচন ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে দিয়েছে সরকার। বর্তমান সঙ্কটটা গনতন্ত্রের। গণতন্ত্র নেই বলেই কোন জবাবদিহিতা নেই। বাজার নিয়ন্ত্রণে সরকারে চেষ্টা নেই।