সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি : প্রধানমন্ত্রী

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৬ ২০১৮, ০৪:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। এ জন্য সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে ধন্যবাদ জানাই।

আজ ৫ নভেম্বর সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এটা তাদের অধিকার। আ’লীগই এ দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। রাজনীতিবিদদের দায়িত্ব দেশের উন্নয়ন করা এবং জনগণের কল্যাণে কাজ করা।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ৫টি দলের সমন্বয়ে গঠিত জাতীয় জোটের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের দিচ্ছেন এরশাদ।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় পার্টির বনানী অফিস থেকে গণভবনের উদ্দেশে রওনা করেন ৩৩ সদস্যের প্রতিনিধি দল। সংলাপ শেষে রাতেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংলাপ বিষয়ে ব্রিফ করবেন পার্টির শীর্ষ নেতারা