সরকারের প্রতি একজন প্রতিবন্ধীর আবেদন
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১১ ২০১৮, ১৯:৫৮
![](https://ekushejournal.com/wp-content/uploads/2018/09/1536695289321.jpg)
মোহাম্মাদ সালাউদ্দীন (প্রতিবন্ধী): প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ করে আমাদের মত শারিরীক প্রতিবন্ধী মানুষদের ভাতা হাতে দেওয়ার ভোগান্তির কথার বলব, আমার বাস্তবতা থেকে বলব। যেই ভোগান্তির শিখার আমিও হচ্ছি প্রতি তিনমাস অথবা ৬ মাস পর পর।
_____________________________________
সরকারের প্রতি দৃষ্টিআকর্ষণ করছি
আমাদের দেশে সরকার প্রতিবন্ধী মানুষদের প্রতি মাসে ৭০০-টাকা করে “প্রতিবন্ধী ভাতা” প্রদান করে থাকে এই টাকা ৩ মাস বা ৬ মাস পর পর একসাথে প্রদান করে থাকে। আমিও প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকি। আর এই টাকা টা দেয় সরকারের “কৃষি ব্যাংক” এর মাধ্যমে।
একজন প্রতিবন্ধীকে টাকাটা পেতে হলে তাকে স্ব-শরীরে ব্যাংকে উপস্থিত থাকা লাগবে। কেউকি একবার ভেবে দেখেছেন? একজন প্রতিবন্ধীর জন্য এই উপস্থিত হওয়াটা কতো সমস্যার, আর কতো কষ্টের? এটা শুধু আমাদের মত প্রতিবন্ধীরাই ভালো জানে।
২০০/৩০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে ১ জন অথবা ২ জন কে সাথে নিয়ে যেতে হয় প্রতিবন্ধীদের, দুই তিন তলা উচুঁ ভবনে নিজে তো উঠতে পারিনা আমরা, অন্যজনকে দিয়েও অনেক কষ্টে উঠতে হয়। তারপরও ব্যাংকে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে টাকা টা আমরা পাইনা। থাকে লম্বা লাইনের সিরিয়াল। একেকজন টাকা হাতে পাই ৪-৫ ঘন্টা অপেক্ষা করার পর। অবশ্য এর বেশি সময়ও লাগে।
আমাদের জন্য এই সমস্যটা যে কতটা জটিল কষ্টের, বেদনার,সেটা শুধু আমরাই জানি।
অথছ আমাদের দেশের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের যে টাকা টা পায়। সরকার কিন্তু সেটা তাদের বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিচ্ছে। যতো কষ্ট শুধু আমাদের বেলায়ই।
আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি আমাদের টাকা পাবার সিস্টেমটাও বিকাশ/রকেট বা অন্য কোনভাবে দেয়া হোক। যেন আমরা ঘরে বসেই সহজে টাকা পেয়ে যাই। এতোটা কষ্ট করে নয়।
তাই সরকারের প্রতি বিনীত অনুরোধ। যেন আমাদের কষ্টের কথা বিবেচনা করে সরকার ভাতা পাবার সিস্টেমটা সহজ করে দেন আমাদের জন্য।
বিনীত,
-মোহাম্মাদ সালাউদ্দীন (প্রতিবন্ধী)