সরকারের কর্মকাণ্ড সব স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২২ ২০১৮, ০৫:৩৮

তারা এখন যা করছে তা এ পর্যন্ত যত স্বৈরাচারী সরকার এসেছে তাদের সবাইকে ছাড়িয়ে গেছে’

সরকারকে ‘ঠাণ্ডা’ থাকার পরামর্শ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন অভিযোগ করেছেন, ‘তারা এখন যা করছে তা এ পর্যন্ত যত স্বৈরাচারী সরকার এসেছে তাদের সবাইকে ছাড়িয়ে গেছে।’ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গণফোরম সভাপতি ড. কামাল।

তিনি বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে সরকার দেশে সুষ্ঠু নির্বাচনের পথ বন্ধ করে দিয়েছে।

সরকারকে দ্রুত গ্রেপ্তার ও নির্যাতনবন্ধ করার আহ্বান জানিয়ে ও সতর্ক করে দিয়ে তিনি বলেন, অন্যথায় এটা সংবিধানের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিযুক্ত হবে।

সরকারকে ঠাণ্ডা থাকার আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্ট প্রধান বলেন, ‘এভাবে ভাঁওতাবাজি করে জিতবেন, এটাকে জেতা বলে না। মানুষের সাথে ভাঁওতাবাজি করা, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সংবিধান লঙ্ঘন।’