সরকারি খরচে বিদেশ চিকিৎসায় রাজি নই – আল্লামা জুনায়েদ বাবুনগরী(ভিডিও)
একুশে জার্নাল
জানুয়ারি ৩০ ২০১৯, ১০:২৯
একুশে জার্নাল ডেস্ক: সরকারি খরচে দেশ-বিদেশে চিকিৎসার যাবতীয় খরচ সরকারিভাবে বহন করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। গতকাল ঢাকা বারডেম হাসপাতালে আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেয়ার সময় এই প্রস্তাব রেখেছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব।
সচিব খুবই বিনয়ের সাথে অনুরোধ করে বলেন, প্রধানমন্ত্রী নিজে আমাকে বলেছেন আপনি যে দেশেই চিকিৎসা করাতে চান, আপনার চিকিৎসারযাবতীয় খরচ সরকার বহন করবে।
কিন্তু আল্লামা বাবুনগরী বিনয়ের সাথে বলেন, প্রধানমন্ত্রীর এই সদিচ্ছার জন্য ধন্যবাদ জানাই কিন্তু উনার এই প্রস্তাব আমি রাখতে রাজি নই। প্রথমে তো আল্লাহই আছেন। তাছাড়া আমার অসংখ্য ছাত্র আছেন,ভক্তরা আছেন।
আপনি যে আমার পাসপোর্ট নিয়ে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া আমি অসুস্থ মানুষকে দেখতে এসেছেন, সেটাও অনেক সওয়াবের কাজ।
তারপর প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলেন, আচ্ছা ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের এই প্রস্তাব ওপেন থাকলো সবসময়। দেশেও যেকোন প্রয়োজন হলে আমাদের জানাবেন।
উল্লেখ্য, পাচ বছর আগে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের আন্দোলনের পরে সরকার কর্তৃক আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট জব্দ করা হয়।
তারপর অনেক চেষ্টা করেও পাসপোর্ট ফেরত পাওয়া যায়নি। সর্বশেষ গত সপ্তায় আল্লামা বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিদেশে চিকিৎসা ও পাসপোর্ট ফেরত দেবার দাবীতে দেশ-বিদেশে অবস্থানরত বাবুনগরীর হাজার হাজার ছাত্র,ভক্তরা প্রতিবাদ-বিক্ষোভ জানায়।
খুব দ্রুত অনলাইনের আন্দোলন অফলাইনেও ছড়িয়ে পরে। তারই পরিপ্রেক্ষিতে দুই দিনের মাথায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরত দিতে হাসপাতালে আসেন৷