সরকারি আদেশ অমান্য করায় আ.লীগ নেতাকে অর্থদন্ড প্রদান
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৭ ২০২০, ১৫:১৭
রাজশাহীর দুর্গাপুরে সরকারি আদেশ অমান্য করে হাট বসানোর অভিযোগে হাট ইজারাদার কমিটির সভাপতি কবিরুল ইসলাম আনিসের ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। কবিরুল ইসলাম আনিস উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমগাছী বাজারে গিয়ে এ অর্থদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিকুল ইসলাম।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে উপজেলার সকল হাট বাজার বন্ধ রাখার আদেশ দেন উপজেলা প্রশাসন। আদেশ অমান্য করে বৃহস্পতিবার আমগাছী বাজারে সাপ্তাহিক হাট বসান হাট ইজারাদার কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কবিরুল ইসলাম আনিস।
খবর পেয়ে আমগাছী বাজারে গিয়ে হাট বসানোর খবরের সত্যতা পেয়ে তাৎক্ষনিক সংক্রামক রোগ প্রতিরোধ নিরোধ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ ধারায় আওয়ামী লীগ নেতা আনিসের ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিকুল ইসলাম। পরে অর্থদন্ডাদেশের টাকা পরিশোধ করেন আওয়ামী লীগ নেতা আনিস।