সরকারকে আর একদিনও সময় দেয়া যাবে না: মির্জা ফখরুল
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১২ ২০২২, ২১:৪৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারকে আর একদিনও সময় দেয়া যায় না। তাদের পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে এমন কথা বলেন তিনি।
সমবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। তিনি ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন। শেখ হাসিনার পতন হবে, আর খালেদা জিয়ার মুক্তি হবে।
সমাবেশে মীর নাছির বলেন, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার সরকার চলবে। যারা খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর হুমকি দিচ্ছেন ১০ ডিসেম্বরের পর তাদের খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হলো।
দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির ডাক দেয় বিএনপি। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।