সময়চিত্র পত্রিকার সম্পাদকের পিতার ইন্তেকাল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৬ ২০২০, ১৬:৪০

এম. এম আতিকুর রহমান: সময়চিত্র পত্রিকার সম্পাদক বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামের কৃতি সন্তান মাওলানা ফয়জুল হক শিমুল’র পিতা বিশিষ্ট প্রবীন মুরব্বি আবু সাঈদ আহমদ (৯০) আজ ৬ নভেম্বর শুক্রবার সকাল ৭.০০ ঘটিকার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বৎসর। তিনি স্ত্রী ৬ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম আবু সাঈদ আহমদ দীর্ঘ ৯ বৎসর বিয়ানী বাজার উপজেলা ভূমি উপসহকারী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া লাউতা, ফেঞ্চুগঞ্চ , ঘিলাছড়া, কুলাউড়া ভূমি অফিসে ভূমি উপসহকারী কর্মকর্তা হিসাবে চাকুরী করেছেন।

মরহুমের শুক্রবার বেলা ২.৩০ ঘটিকার সময় ইটাউরি মহিলা আলিম মাদরাসা মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেছেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও বড়লেখা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব এম. এম আতিকুর রহমান। বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন।