সমাপনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ১১বছরের আসমা
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৭ ২০১৯, ১৮:৩৮
দিনাজপুরের কাহারোলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না আসমা খাতুন (১১) নামে এক শিক্ষার্থীর।
রোববার দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই সড়কে প্রাইভেট কার কেড়ে নিল তার প্রাণ।
নিহত আসমা খাতুন দিনাজপুরের কাহারোল উপজেলার ইটুয়া গ্রামের ভ্যানচালক মন্টু মিয়ার মেয়ে ও ইটুয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এবার কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পূর্ব মল্লিকপুর এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার মেরাজুল ইসলাম জানান, প্রথম দিনের ইংরেজি পরীক্ষা শেষে দুপুর সোয়া ১টায় রিক্সা ভ্যানযোগে বাড়ি ফিরছিল আসমা খাতুন। দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার এগারো মাইল নামক স্থানে ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন এক ঘণ্টা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে পুলিশ এসে এলাকাবাসীকে শান্ত করলে আবার যান চলাচল শুরু হয়।