সমাজ সংস্কারে কওমী মাদরাসা ছাত্রদের অগ্রণী ভূমিকায় থাকতে হবে :শেখ ফজলুল করীম মারুফ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৫ ২০১৯, ১৮:৪৪

আজ ২৫ অক্টোবর ২০১৯ রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে নয়াবাজার মহানগর কমপ্লেক্স মিলনায়তন এ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে কওমী মাদ্রাসায় পড়ুয়া বাছাইকৃত ছাত্র নেতৃবৃন্দেদের নিয়ে কওমী মাদ্রাসা প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠিত হয়।

নগর সহ-সভাপতি মুহাম্মাদ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইন নূর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যারা কওমী মাদ্রাসার ছাত্র, তাদেরকে অবশ্যই আকাবিরদের সিলসিলা অনুযায়ী পড়ালেখায় সর্বোচ্চ মনোযোগী হওয়ার পাশাপাশি সমাজের সমস্ত অন্যায় কর্মকাণ্ড গুলো প্রতিহত করে সমাজকে জঞ্জালমুক্ত করার দৃঢ় চেস্টা করতে হবে। দেওবন্দী আকাবিরদের মত সমাজসংস্কারক এর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমাদের কওমী ইতিহাস হলো গৌরবোজ্জ্বল ইতিহাস, এ ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমাদেরকে আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে।

প্রধান মেহমান এর বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান বলেন, কওমী মাদ্রাসার ছাত্ররাই আগামী দিনের নেতৃত্ব দিবে এদেশে। তোমাদের দিকে চেয়ে আছে গোটা জাতী। অতএব তোমাদেরকে সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি যোগ্য ও দক্ষ নেতা হিসেবে জাতির খেদমত করার নিয়তে কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে।

উক্ত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক মূল্যবান আলোচনা করেন ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সাঈদনগর মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখ মোঃ সাইফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক, যুবনেতা এইচ এম কাওসার বাঙ্গালী, বাকুশি বোর্ড ঢাকা মহানগর সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, নয়াবাজার মাযাহিরুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মহিউদ্দিন আকবর আলী।

উক্ত প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন উল্লেখযোগ্য ১৫টি কওমী মাদ্রাসায় ইশা ছাত্র আন্দোলন এর কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নগর প্রশিক্ষণ সম্পাদক জামিলুল ইসলাম, প্রচার সম্পাদক জোবায়ের আহমাদ, অর্থ সম্পাদক মামুন খন্দকার, দফতর সম্পাদক আব্দুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক রায়হান ফারুক, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মুতালিব হুসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক কাওসার মাহমুদ, স্কুল সম্পাদক ফরহাদ হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আলাউদ্দিন, নগর সদস্য মামুনুর রশীদ সহ থানা নেতৃবৃন্দ।