সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নেই- এডঃ জাহাঙ্গীর হোসাইন
একুশে জার্নাল
জুলাই ১৩ ২০২০, ১৮:১৯

গত ১২ই জুলাই ২০২০ বিকাল ০৩ ঘটিকায় ভার্চুয়াল এর মাধ্যমে অনুষ্ঠিত হয় খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার তারবিয়্যাহ মজলিস।
শাখা সভাপতি হাফেজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসাইন এর পরিচালনায় ও মুফতি আব্দুর রাজ্জাকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যমে প্রশিক্ষন মজলিস শুরু হয়।
উক্ত তারবিয়্যাহ মজলিসে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব বিশিষ্ট আইনজীবী জননেতা অডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
তিনি বলেন, মহান আল্লাহ তা’আলা ও রাসুল (সঃ) এর উপর ঈমান আনার সাথে সাথে নামাজ, রোজা, হজ্জ, যাকত, সহ অন্যান্য এবাদতের পাশাপাশি দ্বীনি আন্দোলনের কাজ করাও অন্যতম একটি এবাদত। এ এবাদত করতে নানামুখি বাধা-বিপত্তি আসতে পারে। তাই সকল প্রতিবন্ধকথা উপেক্ষা করে, শত প্রতিকূলতার মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে কোন বাধাই মু’মিনদেরকে নবী (সাঃ) এর আদর্শ থেকে দুরে রাখতে পারে না।
তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সহ সকল পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ইনসাফ ভিত্তিক ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই। এতে ধৈর্য্য ও বিচক্ষণতার সাথে আল্লাহ উপর নির্ভরশীল হয়ে স্বচ্ছ এখলাসের সাথে কর্মসুচী বাস্তবায়ন করতে হবে। আর এতেই রয়েছে প্রকৃত সফলতা।
তিনি আরো বলেন, যে কারণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন করা হয়েছিল, তার স্বার্থে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হবে। অসহায় মানুষদের মুখে হাসি দেখতে হলে, তাঁদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই ইনসাফ, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যের কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
তিনি বলেন, আল্লাহর সন্তোষ অর্জন করতে হলে আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সাধণ করা।আল্লাহর বান্দা হিসেবে তাঁর বিধান মুতাবিক আত্মগঠন, পরিবার গঠন, দল বা সমাজ গঠন ও রাষ্ট্র গঠনে সচেষ্ট থাকা।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ইউকে শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীকে রুক্ষ ভাষা, রূঢ় আচরণ থেকে দুরে থাকতে হবে। মনে রাখতে হবে রূঢ় আচরণের অভ্যস্ত ব্যক্তি কখনো মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে না। সাংগঠনিক শৃঙ্খলা ও নবী (সাঃ) আদর্শের ভিত্তিতে আন্দোলনের কাজকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
তারবিয়্যাহ মজলিসে দারসুল কোরআন পেশ করেন, যুক্তরাজ্য শাখার দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির।
তিনি বলেন, আল্লাহ মানুষ কে এবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর এবাদতের উদ্দেশ্য হল আল্লাহ হুকুমে তাঁর সন্তুষ্টি লক্ষে কাজ করা। লোক দেখানো বা কাউকে খুশি করার জন্য আল্লাহর হুকুম পালন করলে তা ফল শুন্য কাজ হবে। তাই একনিষ্ঠ ভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সার্বিক কাজ কর্ম পরিচালনা করা। ঈমান এবং আমল আল্লাহর হুকুম মোতাবেক কার্যক্রম পরিচালনা করে দুনিয়া আখেরাতের কল্যাণের পথে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
প্রশিক্ষন মজলিসের সভাপতির বক্তব্যে রাখেন, শাখার সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক।
তিনি বলেন, সংঘবদ্ধ ভাবে দীনের কাজ কে এগিয়ে নিতে আমাদের স স অবস্থান থেকে কাজ করতে হবে এবং এ কাজ কে আমাদের জীবনের মিশন ও ভীশন হিসাবে গ্রহণ করতে হবে।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারী মাওলানা আনিসুর রহমান, মাওলানা ফুজায়েল আহমদ নজমুল, মাওলানা মুতাসিম বিল্লাহ আবু জাররাহ, মাওলানা আশরাফুল মাওলা, মাওলানা আবদুর রশিদ, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আমিরুল ইসলাম সহ আরো অনেকে।
পরিশেষে দেশ বিদেশে অসুস্থ ভাই বোনদের জন্য ও সকল মুরদেগানদের জন্য দোয়া পরিচালনা করেন প্রধান অথিতি এডঃ জাহাঙ্গীর হোসাইন।
প্রেস বিজ্ঞপ্তি