নিখোঁজ মাদরাসাশিক্ষকদ্বয়ের সন্ধান মিলেছে; আছেন র্যাবের হেফাজতে
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ১৯ ২০২০, ২০:৩৯
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের নিখোঁজ হওয়া দুই শিক্ষক মুফতী রিজওয়ানুল কবীর ও মুফতী শরিফ মালিকের খোঁজ পাওয়া গেছে। তারা দুজ’নই র্যাব-১১ এর হেফাজতে আছেন বলে জানা গেছে।
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদও এক ফেইসবুক পোস্টের মাধ্যমে ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়েছে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যে র্যাব ১১-এর কাছে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার থেকে একটি প্রতিনিধিদল প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।
মুফতী মিজানুর রহমান সাঈদ তাঁর ফেইসবুক পেইজে লিখেন,
আলহামদুলিল্লাহ,
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার শিক্ষকদ্বয় মুফতি রিযওয়ানুল কবীর সানীন ও মুফতি শরীফ মালিক -এর খোঁজ পাওয়া গেছে। তারা RAB 11 হেফাজতে আছেন । আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কিছুক্ষণের মাঝেই ছাড়া পাবেন। রাতেই ইনশাআল্লাহ মারকাযে ফিরবেন।
শতসহস্র, অগণিত শোকর মহান আল্লাহ তায়ালার!
দোয়াসহ সার্বিক সহযোগিতায় যারা পাশে ছিলেন তাদের প্রতিও অনেক শুকরিয়া ।
প্রসঙ্গত, গতকাল শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে দুজন মাদরাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। এদিন আসরের নামাজের পর দুই শিক্ষক রিকশায় করে যমুনা ফিউচার পার্কে যান। এরপর সন্ধা গড়িয়ে রাত ১০টা বেজে গেলেও তারা ফিরে না আসায় শঙ্কা তৈরি হয়। প্রথমে মুফতী রিজওয়ানুল কবীর এর বাসা থেকে স্বজনরা মাদরাসায় খোঁজ নিয়ে তার সন্ধান না পেলে দুই শিক্ষকের নিখোঁজ হওয়ার আশঙ্ক তৈরি হয়। এরপর থেকে তারা দুজনেই নিখোঁজ ছিলেন।