সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড গোয়ালাবাজার শাখার মৃত্যুদাবী চেক হস্তান্তর সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৫ ২০২০, ২২:১২
অদ্য ২৫/৮/২০২০ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পা নী লিমিটেড গোয়ালাবাজার শাখা কার্যালয়ে কোম্পানির এফ,এ মোজাক্কির আহমেদ নাজুর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড -এর গোয়ালাবাজার জোনাল বীমা অফিসের এফ,ডি,আর গ্রাহক সাদিপুর গ্রাম নিবাসী মৃত রানা আহমদের নমিনী উনার স্ত্রী হোছনা বেগমের হাতে দুই লক্ষ টাকার মৃত্যুর দাবীর চেক প্রদান করা হয়। জেলা সমন্বয়কারী জনাব আবুল কালামের পরিচালনায় অফিস ইনচার্জ বাবু অশোক কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার ও সিলেট বিভাগীয় প্রধান জনাব রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন, গোয়ালাবাজার ডাচ বাংলা ব্যাংকের সাবেক ম্যানেজার সব্যসাচী দেব রায় রাজু। এছাড়া উপস্থিত ছিলেন অত্র অফিসের বি,সি জনাব আব্দুল হেকিম,জনাবা জোনারা বেগম,শিপন মিয়া, স্বপ্না বেগম, বি,এম মঈনুল ইসলাম, চুনু মিয়া, তাসলিমা বেগম,জোৎস্না বেগম,সোনারা বেগম,জাহানারা বেগম, ফাহিমা বেগম,ইউ,এম রিফা বেগম,কুলসুমা বেগম,সুরমা বেগম,লাকী বেগম,আব্দুল কাদির, জাকির আহমদ,সুমনা বেগম, নাসিমা বেগম,সাবিনা বেগম প্রমুখ।