সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জীবন প্রদীপ নিভল ব্যবসায়ীর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২১ ২০২০, ১২:৫১

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নরসিংদীতে অপু দাস (৩৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নরসিংদী বাজার সংলগ্ন হাজীপুর স্টিলের ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত অপু দাস হাজীপুর এলাকার মৃত অনিল দাসের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হাজীপুর এলাকার সাউন্ডবক্স ব্যবসায়ী মানিকের সাথে শহরের দত্তপাড়া এলাকার কতিপয় যুবকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে মানিকের উপর হামলার উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুরে শহরের দত্তপাড়া মহল্লা থেকে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল ইজিবাইকযোগে হাজীপুরে যায়। পরে তাদের উপস্থিতি টের পেয়ে সাউন্ডবক্স ব্যবসায়ী মানিক হাজীপুর এলাকার ভিডিও প্রোগ্রাম ব্যবসায়ী অপু দাসের বাড়ির ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ দিকে, বিষয়টি টের পেয়ে সংঘবদ্ধ দলের সদস্যরা ওই বাড়ির ভেতর গিয়ে মানিককে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় অপু দাসের ছোট ভাই শিবু দাস তাদের পরিচয় জানতে চেয়ে বাড়ির ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে শিবু দাসকে মারধর করে আহত করলে শিবুর বড় ভাই অপু দাস ছুটে আসেন। পরে শিবুকে মারধরের প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাত করে।

একপর্যায়ে তাদের বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আল আমিন (৪৫) ও দিবাকর দাস (৪০) নামে আরও দুইজন আহত হয়।

পরবর্তীকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু দাসকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান।

এ ব্যাপারে নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় জেলা পুলিশের একাধিক ইউনিট তদন্তে নেমেছে। ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন একজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পূর্ব বিরোধ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।