সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিহাবের মৃত্যু
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৬ ২০২০, ১৪:০৫

শাহরিয়ার কবির রিমন, ইবি:
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শিহাব আহমেদ মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২৫ মার্চ) রাতে কুষ্টিয়ার মীরপুর উপজেলার টুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তার বাবার নাম মোঃ মুনাববার হোসেন। তিন ভাই বোনের মধ্যে শিহাব ছিলো সবার বড়।
শিহাব আহমেদ এর চাচতো ভাই মোঃ মঈনউদ্দীন মিঠু জানান, “শিহাবের বাবা কাঠের গুড়ার ব্যবসা করত। নিজেদের থ্রি হুইলার (স্থানীয় নাম পটাং গাড়ি) গাড়িতে করে কাঠের গুড়া নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তার ছোট ভাই ও চাচাতো ভাই সাথে ছিল। প্রায় রাত ১১ টায় বাড়ির কাছাকাছি এসে তাদের গাড়িটি উল্টে যায়। এতে করে গাড়ির নিচে চাপা পড়ে শিহাব এর মৃত্যু হয়। তার ছোট ভাই গুরুতর আহত হয়। তার আরেক চাচাতো ভাই গাড়ি থেকে ছিটকে পড়ে যায়।”
আজ(২৬ মার্চ) বেলা ১১ টায় শিহাবের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে টুনিয়াপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
শিহাবের মৃত্যুতে তার পরিবার, প্রতিবেশী ও বন্ধুমহলে নেমে এসেছে শোকের ছায়া।
শিহাবের সহপাঠী ও বন্ধু রওনক সুজন জানান, “শিহাব খুবই ভালো একজন মানুষ ছিলো। তার বাবা মা অসুস্থ থাকায় সে লেখাপড়ার পাশাপাশি পরিবারের বিভিন্ন কাজে সহযোগিতা করতো। ছাত্র হিসেবেও সে খুব ভালো ছিলো। তার এমন মৃত্যু আমাদেরকে ভীষণভাবে মর্মাহত করেছে।”