সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মাওলানা গিয়াস উদ্দীন তাহেরীর
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২১ ২০২২, ২২:৫৭
দেশের বহুল আলোচিত ও সমালোচিত ধর্মীয় বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি। একইসাথে তার বক্তব্যকে যারা বিকৃতভাবে উপস্থাপন করে, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আরও পড়ুন: তাহেরীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা
গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, আমার বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে আসছে এক শ্রেণির ইউটিউবার। দীর্ঘদিন ধরেই তারা এটা করে আসছে। এ ব্যাপারে আমি শক্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। শিগগিরই ওইসব ইউটিউবাররা আইনের মুখোমুখি হবে, ইনশাআল্লাহ।
গত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী। তার প্রতীক ছিল ডাব। এবারও সেই একই আসন থেকে নির্বাচন করবেন কি না- এ প্রশ্নের জবাবে তাহেরী বলেন, ‘সময় হলেই সবকিছু পরিষ্কার করা হবে। আমি মানুষের সমর্থন কামনা করছি।’