সংলাপের প্রাপ্তি
একুশে জার্নাল
নভেম্বর ০২ ২০১৮, ১২:১৭
ছন্দছড়ায় সংলাপ নিয়ে কিছু কথা
—
সংলাপের প্রাপ্তি
—
প্রধানমন্ত্রীর পহেলা ডোজ
গণভবনে নৈশভোজ,
হোক না যেমন আলোচনা
ভোজন মোটেও মন্দ না।
—
ঐক্যফ্রন্টের নেতারা খোশ
বিএনপি নেতার অসন্তোষ,
আওয়ামীলীগ বলছে ভালো
বিএনপি’র মুখটা কালো।
—
সংলাপ আরো দেখছি কত
ফলাফল খুব আশাহত,
এবার সংলাপ চলতে থাকুক
ভালো কিছু ফলতে থাকুক।
—
এই সংলাপের প্রাপ্তি এবার
কাজে লাগুক জনসেবার,
এই সংলাপের প্রাপ্তিটা কি
বুঝার আছে সময় বাকি।