শ্রীলংকায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন ; ভোটারদের ওপর হামলা
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৬ ২০১৯, ১৬:৪৪
শ্রীলঙ্কায় চলছে অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে ভোট । আর এই ভোটের দিনেই উত্তর পশ্চিম শ্রীলঙ্কায় বাসে ভোটারদের লক্ষ্য করে চালনা হয়েছে হামলা। আল জাজিরা ও লংকা টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, বাসের যাত্রীদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
বিবিসি জানাচ্ছে, বাসে চেপে দূরবর্তী ভোট কেন্দ্রে যাচ্ছিলেন ভোটাররা। সেই সময় বাসটি আটকে দেওয়া হয়। তারপরেই রাস্তার দু পাশ থেকে গুলি চালানো শুরু হয়। তবে এই হামলায় এখনো পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। শ্রীলংকা নির্বাচন কমিশন উদ্বিগ্ন। মনে করা হচ্ছে, এই হামলায় জাতিগত বিভেদ অন্যতম কারণ। বাসে ছিলেন সংখ্যালঘু ভোটাররা। বৌদ্ধ ধর্ম প্রধান শ্রীলংকায় আগেও জাতিগত গোষ্ঠী সংঘর্ষ হয়েছে।
সর্বশেষ ধারাবাহিক বিস্ফোরণের পিছনে এই জাতিগত সংঘর্ষ অন্যতম ইস্যু ছিল। রক্তাক্ত হয়েছিল চার্চ-হোটেল। বিবিসি জানাচ্ছে, অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে রাজধানী কলম্বো। লড়াই করছেন মোট ৩৫ জন প্রার্থী । লড়াই হবে মূলত ইউএনএফ প্রার্থী সাজিথ প্রেমাদাসা ও শ্রীলংকা পোদুজানা পেরামুনা পার্টির (এসএলপিপি) প্রার্থী গোতাবায়া রাজাপকসের সঙ্গে। তিনি প্রাক্তন সেনা প্রধান। প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপকসের ভাই হিসেবেও তার পরিচিতি রয়েছে।