শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে ৪৪ বছরের দখলীয় ভূমি দখলের পাঁয়তারার অভিযোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৩ ২০১৯, ১৮:০৫

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চিহ্নিত ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে এক মহিলার ৪৪ বছরের দখলীয় ভূমি জবরদখলের পায়তারার অভিযোগ উঠেছে। শহরের নিউ মার্কেট নিবাসী মোছা: হেওয়ালী বেগম এর স্বত্ব মালিকানাধিন শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ গ্রামের বালিশিরা পাহাড় ব্লক ১ এর ও ৩৬ দাগের প্রায় দেড় কোটি টাকা মূল্যে ৩ একর ৫০ শতক ভূমি জবর দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেটটি। গত ১মাস পূর্বে ভূমির মালিক হেওয়ালী বেগম এর পুত্র মো. আবিদুর রহমান চৌধুরী (সোহেল)র কাছ থেকে ১০ লক্ষ টাকার দাবীতে প্রাণনাশের হুমকি দেয়া হলেও এঘটনায় পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। এনিয়ে রবিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হেওয়ালী বেগমের পুত্র মো. আবিদুর রহমান চৌধুরী (সোহেল) এ অভিযোগ করেন।

এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলাধীন আশীদ্রোন ইউনিয়নের বালিশিরা পাহার, ব্লক নং ১ এ আমার মা হেওয়ালী বেগম দলিল নং ২৪১৬/১৯৬৯ইং, দলিল নং ২৯৫৫/১৯৭৫ইং, দলিল নং ৩৩৪৭/১৯৭৫ইং এবং দলিল নং ৩৩৯০/১৯৭৫ইং সনে পৃথক কবলা দলিলের মাধ্যমে ৩ একর ৫০ শতক ভূমি ক্রয় করেন। জমির এসএ রেকর্ডমূলে নামজারী করে ভূমি কর পরিশোধ করে আসছি’। তিনি বলেন, ‘বেশ কিছু দিন ধরে রাধানগর নিবাসী আব্দুস শুক্কুর গং কিছু জ্বাল দলিল সৃষ্টি করে মায়ের বর্ণিত সম্পত্তি জবরদখল নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় আব্দুস শুক্কুরসহ ১১ জনের নাম উল্লেখসহ করে অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হলেও পুলিশ এখনও কোন পদক্ষেপ নেয়নি। আইনের আশ্রয় নেয়ার পাশাপাশি প্রতিকার চেয়ে শহরের গন্যমান্য বিশিষ্ট ব্যক্তি ও জন প্রতিনিধিদের অবগত করি। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করেছি- শহরের কিছু প্রভাবশালী স্বার্থান্বেষী ব্যক্তি সিন্ডিকেট করে আমার প্রতিপক্ষের পক্ষাবলম্বন করে নিজেরাই আর্থিকভাবে ফায়দা নেয়ার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে আবিদুর রহমান চৌধুরী দুঃখ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নেতৃত্বে গড়া বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি আমার মরহুম বাবার অনেক অবদান রয়েছে। তা সত্ত্বেও আমার বাবার অবর্তমানে আজ আমরা ভুমিদস্যূদের কাছে অসহায় হয়ে পড়েছি। এই ভূমিখেকো চক্রটি যে কোন সময় সন্ত্রাসী কায়দায় মায়ের ৪৪ বছরের ভোগ দখলীয় জমি জবরদখলের করতে পারে- এনিয়ে আশংকার মধ্যে রয়েছি । এসব ঘটনা আমার বয়োবৃদ্ধ মা’সহ পরিবার পরিজনকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে’।

সংবাদ সম্মেলনে ভূমি খেকো চক্রের হাত থেকে জমি রক্ষা ও পরিবারের নিরাপত্তা বিধানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আব্দুস শুক্কুর বলেন, ‘আর এস ৬৪ এসএ ৩৭ দাগে ৫৩ শতক জমি ক্রয় করতে রেজিষ্ট্রি বায়না সম্পন্ন করেছেন। ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে জানান।