শ্রীমঙ্গল প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০১৯, ১৫:৩৪

এহসান বিন মুজাহির : ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায়
পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গনে দিনব্যাপী নানা রকমের খেলাধুলার আয়োজন ছিল। বিকেলে খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।


শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এএসপি সার্কেল আশরাফুজ্জামান, সহকারী কমিশনার ভূমি শাহিদুল আলম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল কে এম নজরুল ইসলাম, টি এস্টেট স্টাফ আস্যোসিয়শনের সভাপতি মাহবুব রেজা, পল্লী বিদ্যুতের পরিচালক জহির শামিম, শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।