শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি আয়োজনে ৫ম শ্রেণির চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০২ ২০১৮, ০৫:২৬

নিজস্ব প্রতিনিধি:: শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির অন্তর্ভুক্ত কেজি স্কুলগুলোর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে
শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির আয়োজনে
চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা শুক্রবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে।
পরীক্ষার হল পরিদর্শন করছেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমিতির উপদেষ্ঠা ডা. মোঃ একরামুল কবির, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি বিমান চন্দ্র দে, সাধারণ সম্পাদক কাজী আছমা, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, অর্থ সম্পাদক আব্দুল হান্নান, দীপশিখা প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জনা সিনহা প্রমুখ।

পরীক্ষার হল সুপারের দায়িত্ব পালন করছেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সাদিকুর রহমান, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক হেলাল মিয়া, শারমিন আক্তার, দীপশিখা প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক আজিজুন্নাহার শাম্মী, প্রিতম সিং বাড়াইক, ক্লাসিক আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, মডেল একাডেমি অ্যান্ড বিএম কলেজের উপাধ্যক্ষ এম নাঈম, দি লাইফস গুড মডেল স্কুলের সহকারী রুনা পাল প্রমুখ।