শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের আইডিয়াল ছাত্র সংদের প্যানেল গঠন
একুশে জার্নাল
জানুয়ারি ১৭ ২০১৯, ০৯:৩৭

নিজস্ব প্রতিবেদক, একুশে জার্নাল নিউজ: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইডিয়াল ছাত্র সংসদের ২০১৯ সালের কার্যকরি কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায়, শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়ারোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে ছাত্র সংসদের প্যানেল ২০১৯ ঘোষণা করা হয়। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরকে আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্টপোষক, ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়াকে পৃষ্টপোষক ও সহকারী শিক্ষক আশিকুর রহমানকে কার্যকরি কমিটি ২০১৯ এর সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কার্যকরি কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান ও মোঃ সাদিকুর রহমান।
ছাত্র সংসদের জিএস মনোনীত হয়েছে ছাত্র মুন্না আলী (অষ্টম শ্রেণি), এজিএস ইউসুফ মিয়া (সপ্তম), অর্থ সম্পাদক আরমান আলী (অষ্টম), শিক্ষা ও গবেসণা সম্পাদক জিসান হোসেন (নবম), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক সাকিবুল ইসলাম স্বাধীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ মিয়া, ছাত্রকল্যাণ সম্পাদক সাজিদুল ইসলাম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মোস্তফা হাসান, পরিবেশ ও পরিকল্পনা সম্পাদক মাহমুদা আক্তার, অফিস সম্পাদক জাহিদ মিয়া।
চতুর্থ শ্রেণির ক্লাস প্রতিনিধি মনোনীত করা হয় নাজমুল ইসলাম রাকিব, মিনহাজ হোসেন, আফরোজা আক্তার মক্তি, আখি আক্তার, পঞ্চম শ্রেণির প্রতিনিধি সাকিবুল ইসলাম, সাজিদুল ইসলাম, ষষ্ঠ শ্রেণির প্রতিনিধি সোহাগ মিয়া, মহিনুল ইসলাম, আমেনা খাতুন ঊর্মি, ইসরনাত জাহান চৌধুরী, সপ্তম শ্রেণির প্রতিনিধি ইউসুফ মিয়া, মুতালিব মিয়া, নাইমা আক্তার, লুৎফা আক্তার, অষ্টম শ্রেণির প্রতিনিধি হামিদা আক্তার, ইসরাত জাহান লাবনী, আরমান হোসেন, হাদিস মিয়া, নবম শ্রেণির জিসান হোসেন, সানজিদা সুলতানা লিসা।
প্রঙ্গত, শিক্ষার্থীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে আইডিয়াল ছাত্র সংসদ প্রতি বৃহস্পতিবার বিষয়ভিত্তিক আলোচনা সভা, রচনা, বিতর্ক, ছড়া-কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ সৃজনশীল নানা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যেই ছাত্র সংসদ গঠন করা হয়েছে।