শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫৩ টি জিপিএ ফাইভসহ পাশের হার শতভাগ
একুশে জার্নাল
ডিসেম্বর ১৮ ২০১৮, ০৫:০১

নিজস্ব প্রতিবেদক: মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে।
জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে সকালে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে ফলাফল কার্ড তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
এসময় আরও উপস্থিত ছিলেন-শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালকমন্ডলীর সদস্য মো. নাদির হোসেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, আখিনুর মল্লিকা হোসেন ও রেশমি আক্তার। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যাক অভিভাবকদের উপস্থিতি ছিল।
প্রসঙ্গত, ২০১৭ সালে ১৬ ডিসেম্বর শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।