শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৭ ২০২০, ১২:১৭

এহসান বিন মুজাহির: জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, রেশমি আক্তার, কোহিনুর আক্তার, মুহিবুর রহমান, তানিশা চৌধুরী নিতু, তাহমিনা খাতুন এবং পিন্টু দাশ।