শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের উৎসবমুখর শিক্ষা সফর 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৫ ২০২০, ১৭:৩১

এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২০ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ৯টায় জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সামনে থেকে শিক্ষা সফরের গাড়িটি চুনারুঘাট’র গ্রীনল্যান্ড পার্ক এর উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১টায় নির্ধারিত স্থানে পৌছলে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ি স্পট পরিদর্শনসহ প্রথম ইভেন্টের নানা কর্মসুচি সম্পাদনা করা হয়। জোহরের নামাজ ও দুপুরের বিরতির পর দ্বিতীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী শিক্ষা সফরে অনুভূতি প্রকাশ, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ছিলো। ঝুড়িতে বল নিক্ষেপ, কবিতা আবৃত্তি, হাড়ি ভাঙ্গা খেলায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ট্যুরিস্ট পুলিশ এর মৌলভীবাজার জোনের সহকারী সাব-ইন্সপেক্টর মোঃ নোয়াব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি শাহীন আহমদ, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন। স্কুল পরিচালকমন্ডলীদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মোমিন, শামিম আহমদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি সাইদা চৌধুরী, তাসলিমা বেগম, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর সহ-সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, মাসিক ছন্দপাতা পত্রিকার নির্বাহী সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ তালুকদার। অভিভাবকদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মোঃ আলমগীর হোসেন, সেচ্ছাসেবকলীগ আশিদ্রোন ইউপি সভাপতি মাহমুদুল হাসান সুমন, মোবাইল ল্যাব প্লাসের সত্ত¡াধিকারী খালিদ সাইফুল্লাহ। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, প্রিয়াক দেববর্মা এবং পিন্টু দাশ। ৬৯ জন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শিক্ষা সফরটি প্রাণবন্ত হয়ে ওঠে।