শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ফান অ্যান্ড গেমস ইভেন্ট
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১৭ ২০২০, ২০:২২
এহসান বিন মুজাহির: স্কুল শিক্ষার্থীদের ক্রিকেট খেলায় উদ্বুদ্ধ করতে ও প্রতিভার খোঁজে সারা দেশে ৮০০ শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ক্রিকেট ইভেন্ট করছে ক্লেমন স্পোর্টস আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ইভেন্টটি শনিবার হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে। বিদ্যালয় সংলগ্ন মাঠে ইভেন্ট উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল, লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির।
ক্লেমন স্পোর্টস বাংলাদেশের ডেপুটি ম্যানেজার গোলাম কিবরিয়ার নেতৃত্বে ফান অ্যান্ড গেমস ইভেন্টের ছয় সদস্যের প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী ক্লেমন স্কুল ক্রিকেট ইভেন্ট পরিচালনা করেন।
পরে ইভেন্টে অংশ নেওয়া সব খেলোয়াড়দের স্কুলব্যাগ, ক্যাপ, ক্লেমনসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের অধ্যক্ষ এহসান বিন মুজাহির। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপ্যাল মো. শামীম মিয়া, সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহিবুর রহমান ও পিন্টু দাশ।