শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিনন্দনপত্র

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৩ ২০১৮, ১৯:০৭

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ তৃতীয়বারের মতো জাতীয় শিক্ষাপদকে উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিবারের পক্ষ থেকে তাঁকে হৃদয়নিঃসারিত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। আজ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দনপত্রে তিনি বলেন-জনাব ইসমাইল মাহমুদ শ্রীমঙ্গল উপজেলায় শিক্ষা আন্দোলনে বিরাট ভূমিকা রেখে চলেছেন। সরকারি- বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর অসমান্য অবদান রয়েছে। তিনি জাতীয় শিক্ষাপদক’২০১৬-তে উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, জাতীয় শিক্ষাপদক’২০১৭-তে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাপদক’২০১৮-তে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। আমি তাঁর স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মময় জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
-বিজ্ঞপ্তি