শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র পরিচালকমন্ডলীর ত্রৈমাসিক রিপোর্টিং সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
এপ্রিল ২০ ২০১৯, ১১:৩৩

একুশে জার্নাল ডটকম :: শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালকমন্ডলীদের ত্রৈমাসিক রিপোটিং সভা ১৯ এপ্রিল শুক্রবার সন্ধা ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পরিচালকদের মাঝে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, পরিচালক মুহাম্মদ নাদির হোসেন, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শামীম আহমদ এবং এইচ এম ইয়াকুব চৌধুরী।
সভায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চসহ ২০১৯ সালের ১৫ এপ্রিল পর্যন্ত আয় এবং ব্যয়ের বিস্তারিত রিপোর্ট পেশ, পর্যালোচনা, পরামর্শদান, আগামী ৩ মাসের পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণ করা হয়।