শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বর্ণাঢ্য শিক্ষা সফর সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৬ ২০১৯, ১৩:০৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ, শিশুদের বিনোদন, শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধকরণ, প্রকৃতির নির্মল, সরস বায়ূ আহরণে বিনোদনের মনোমুগ্ধকর এক পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা সফরের গাড়িটি শমসের নগরের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। শিক্ষা সফরের ভ্যানু ছিলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অন্যতম দর্শনীয় স্থান শমসের নগর গল্ফ মাঠ, কুলাউড়ার চাতলাপুর চেক পোস্ট, ও ক্যামেলিয়া চা-বাগান বেলা সাড়ে ১১টায় নির্ধারিত স্থানে পৌছলে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ি স্পট পরিদর্শনসহ প্রথম ইভেন্টের নানা কর্মসুচি বাস্তবায়ন করা হয়।

জোহরের নামাজ ও দুপুরের বিরতির পর দ্বিতীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিক্ষা সফরে অনুভূতি প্রকাশ, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ছিলো।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষ হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক মশাহিদ আহমদ, দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালকমন্ডলীর সভাপতি মোঃ আব্দুল মোমিন, স্কুল পরিচালক মোঃ নাদির হোসেন, স্কুল পরিচালক শামীম আহমেদ, মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আশিকুর রহমান, মৌলভীবাজার আল ইত্তেহাদ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক মাওলানা ফরহাদ সাইফুল্লাহ, শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, বিজিবি সদস্য সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ আশিদ্রোন ইউপি সভাপতি মাহমুদুল হাসান সুমন, তরুণ ব্যবসায়ী খালিদ সাইফুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফয়সল আহমদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, কোহিনুর আক্তার শারমিন ও পিংকি গোয়ালা। শিক্ষা সফরে অভিভাবকদের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল।