শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর ম্যানেজিং কমিটি ও ডিরেক্টর কমিটির সাথে মতবিনিময় করেন ইংল্যান্ড প্রবাসী জনাব মুহিন চৌধুরী
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০১ ২০২০, ১০:২২
নিজস্ব প্রতিবেদক: শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটি ও ডিরেক্টর কমিটির সাথে মতবিনিময় করেছেন
ইংল্যান্ড প্রবাসী জনাব মুহিন চৌধুরী। শুক্রবার রাত ৮টায় জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ, সদস্য সচিব প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ডিরেক্টর প্রতিনিধি মোঃ আব্দুল মোমিন ও শামীম আহমদ, স্কুল ডিরেক্টর কমিটির সভাপতি মোঃ নাদির হোসেন এএবং সহ-সভাপতি মোঃ শামীম মিয়া।
সভায় অংশগ্রহণ করে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভূয়সী প্রশংসা করেন এবং স্কুলের সকল কার্যক্রমে সক্রিয়ভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইংল্যান্ড প্রবাসী জনাব মুহিন চৌধুরী।
মতবিনিময় সভা শেষে লন্ডন প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী মুহিন চৌধুরী হাতে স্কুলের ২০২০ সালের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং ডায়েরি তুলে দেন কমিটির নেতৃবৃন্দ।