শ্রীমঙ্গলে ৩ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৪ ২০১৯, ০১:২৫

এহসান বিন মুজাহির :

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল-দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল শহরের নতুনবাজার’র সোনারবাংলা রোডে অবস্থিত আরহাম আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত বিপ্লব পালের মসলার মিলকে ১০ হাজার টাকা, শ্রীমঙ্গল মাছের বাজারে অবস্থিত মোহাম্মদ আলীর মাছের দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান-উক্ত অভিযানে খাদ্যপণ্যে অনুমোদনহীন রং মিশ্রিত করা, ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল থানার পুলিশ’র সদস্যরা সহযোগিতা করেন।