শ্রীমঙ্গলে ২৫ টি মডেল ফার্মেসীর উদ্বোধন করলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৫ ২০২০, ১৩:৪৯
এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান ২৫ টি ফার্মেসীকে মডেল ফার্মেসীতে রূপান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ওয়াব ম্যানশনে বাংলাদেশ ফার্মেসী মডেল ইনিশিয়েটিভ পাইলট প্রকল্প (বিপিএমআই) এর আওতায় মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার এসব মডেল ফার্মেসীর উদ্বোধন করেন অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা শাখার বিএমএ সংগঠনের সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলার ২৫ টি মডেল ফার্মেসীগুলো হলো আম্বিয়াস প্রেসক্রিপশন পয়েন্ট, আরোগ্য ঔষধালয়, হ্যাপি ড্রাগ হাউস, নন্দী মেডিকেল হল, মেডিসিন গ্যালারী, উদয়ন, আখলাক, ইকোনমিক, আকিঞ্চন, মুক্তি, সৈয়দ, জননী, ব্রাদার্স, মায়া, আদিবা, স্মৃতি, মডেল, রত্না, ফারিয়া, হাসনাত, তাওহীদ, জননী, আইডিয়াল, সাহা ও অন্নপূর্ণা ফার্মেসী।