শ্রীমঙ্গলে ১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার২
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১০ ২০১৮, ১৩:৪৭
![](https://ekushejournal.com/wp-content/uploads/2018/09/received_295814054539889.jpeg)
এহসান বিন মুজাহির:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার সেপ্টেম্বর বিকাল ৬: ১৫ টায় এসআই রফিকুল ইসলাম, এএসআই আলআমীন, এএসআই এনামুল হক সংগীয় ফোর্সসহ এক গোপন সংবাদের ভিত্তিতে শাহাজীবাজার রেল লাইন সংলগ্ন কাঁচা রাস্তা হইতে ৬০ পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রেতা মোতালেব (৩২), পিতা: মৃত: ইসহাক মিয়া, সাং সাহাজীবাজার এবং ৫৫ পিস ইয়াবা সহ ইয়াবা বিক্রেতা আমির আলী (৩০), পিতা: চেরাগ আলী, সাং লালবাগ উভয় থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজারকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এমন তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল।