শ্রীমঙ্গলে হটলাইনে ফোন দিলেই জরুরি ওষুধ পৌঁছে যাবে বাসায় : সার্ভিস চার্জ ছাড়াই ২৪ ঘণ্টা হোম ডেলিভারি
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১২ ২০২০, ২০:৫১

‘বাসায় থাকুন, নিরাপদে থাকুন, আপনার ওষুধ আমরাই পৌছে দেবো’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোন চার্জ ছাড়াই ন্যায্য মূলে জরুরি ওষুধ ২৪ ঘন্টা হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে আখলাক মডেল ফার্মেসি।
শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত আখলাক মডেল ফার্মেসির সত্ত্বাধিকারী মনসুরুল আলম মাসুম একুশে জার্নাল ডটকম-কে জানান-করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শ্রীমঙ্গলের নাগরিকরা যাতে ওষুধের জন্য বাসা-বাড়ি থেকে বের না হন এ জন্য আমি ২৪ ঘন্টা জরুরি ওষুধ হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি। ঘরে বসে কেউ ০১৭১১-৩৩০০৭৪ হটলাইনে ফোন দিলেই তাদের বাসায় পৌছে দেই প্রয়োজনীয় ওষুধ। এজন্য কোনো সার্ভিস চার্জ নেওয়া হয় না এবং ন্যায্য মূল্যেই ওষুধ বিক্রয় করি। এ পর্যন্ত শ্রীমঙ্গল পৌর শহর এবং শহরতলীর ৩৪ টি বাসায় জরুরি ওষুধ হোম ডেলিভারী দিয়েছি। কারো কাছ থেকেই কোনো সার্ভিস চার্জ নেইনি। কঠিন পরিস্থিতিতে তাদের এই সেবা করতে পেরে আমার অনেক ভালো লাগছে।
হটলাইনে ফোন দিয়ে সার্ভিস গ্রহণকারী শ্রীমঙ্গল রামনগর মণিপুরী পাড়ার নিখিল চন্দ্র মালাকার এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন-আমি শ্রীমঙ্গল উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে চাকুরি করি। আমি হার্টের রুগি। সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টাইনে থাকি। আমার ওষুধ শেষ হয়ে যাওয়ায় খুব চিন্তিত ছিলাম। হঠাৎ মনে পড়লো আখলাক ফার্মেসির মাসুম নামে এক ভদ্রলোকের পোস্ট’ তিনি লিখেছিলেন-বাসায় থাকুন, নিরাপদে থাকুন, আপনার ওষুধ আমরাই পৌছে দেবো। প্রয়োজনে হটলাইনে ফোন দিন। তাৎক্ষণিক আমি ফোন বের করে ফেসবুক থেকে হটলাইনের নম্বরে ফোন দিয়ে উনাকে আমার ওষুধের নাম ও সংখ্যা বলে দেই। কিছু সময় পরই তিনি মোটর সাইকেলে আমার বাসায় জরুরি ওষুধ পৌছে দেন। দ্রুত সময়ের মধ্যে আমি ওষুধ পেয়ে উনাদের হোম সার্ভিসে আমি খুব খুশি। বিপদের সময় উনি আমার সাহায্যে এগিয়ে এসেছেন। কোনো সার্ভিস চার্জ বা ফি নেননি। এমনকি ন্যায্যমূল্যেই ওষুধ বিক্রয় করেছেন। সৃষ্টিকর্তা উনাকে ভালো রাখুন।
হোম সার্ভিস গ্রহণকারী সাংবাদিক আতাউর রহমান কাজল জানান-গতকাল শনিবার রাত ১২টায় হটলাইনে তিনি ফোন দিয়ে জরুরি কিছু ওষুধের অর্ডার দেন। রাত ১টা ৭ মিনিটে আখলাক ফার্মেসীর স্বত্বাধিকারী মনসুর আলম মাসুম ওষুধ নিয়ে তাঁর বাসায় উপস্থিত হন। ওষুধের নির্ধারিত মুল্য ছাড়া মনসুর আলম মাসুম অন্য কোন ফি বা সার্ভিস চার্জ নেননি। এই সেবা পেয়ে সাংবাদিক কাজল বলেন আখলাক ফার্মেসির এই উদ্যোগ প্রশংসনীয়। আখলাক ফার্মেসীর স্বত্বাধিকারী মনসুর আলম মাসুম একজন তরুণ ব্যবসায়ী এবং শ্রীমঙ্গল সোস্যাল অর্গানাইজেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক। ব্যবসায়ী মনসুরুল আলম মাসুমের জনকল্যানমূলক এই উদ্যােগ সর্বমহলে প্রশংসিত।
‘সার্ভিস চার্জ ছাড়াই ন্যায্য মূলে ২৪ ঘন্টা জরুরি ওষুধ হোম ডেলিভারি সার্ভিস’ কতদিন দিয়ে যাবেন এমন প্রশ্নে মাসুম বলেন-যতদিন শ্রীমঙ্গলের পরিস্থিতি স্বাভাবিক না হবে। করোনা ভাইরাসের কারনে যারা বাসায় আছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলছেন সে কারনে মানবিক দিক বিবেচনা করে এবং মানুষের জন্য আমরা এই সার্ভিসটি দিয়ে যাচ্ছি,-একথাটি যোগ করেন তিনি।