শ্রীমঙ্গলে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ
একুশে জার্নাল ডটকম
জুন ৩০ ২০১৯, ১৫:৪৪
এহসান বিন মুজাহির :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপি স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সনদপত্র বিতরণেল মাধ্যমে সম্পন্ন হয়েছে। ইউএসএআইডি’র উজ্জীবন প্রল্পের কারিগরী সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এই কর্মশালার আয়োজন করে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। অনুষ্ঠানের সমাপনী অধিবেশেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. আশরাফুজ্জামান ও শ্রীঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. মহসিন।
আরও বক্তব্য রাখেন ইউএসএআইডি উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএইচএম ইকবাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, শ্রীঙ্গলপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ। কর্মশালায় ফেসেলিটেটর ছিলেন- ইউএসএআইডি’র উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএইচএম ইকবাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, আর এসএফ’র বাংলাদেশ সংবাদদাতা সালিম সামাদ, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র প্রতিবেদক পার্থ সারথি দাস, ডেইলি ওবজারভার এর সিনিয়র প্রতিবেদক খুরশীদ মহল শাপলা রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় মা, নবজাতক শিশু ও কিশোর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার ও পরিকল্পনা, যক্ষা বিষয়ে তথ্য ভিত্তিক সাংবাদিকতা প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫ জন গণমাধ্যমর্কমী অংশগ্রহণ করেন।