শ্রীমঙ্গলে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৯ ২০১৯, ১৭:৪৭

 

 

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (২৯ জুন) দিনব্যাপী স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউএসএআইডি’র উজ্জীবন প্রকল্পের কারিগরী সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এই কর্মশালার আয়োজন করে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই কর্মশালার সূচনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএসএআইডি উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএইচএম ইকবাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।

 

কর্মশালায় ফেসেলিটেটর ছিলেন ইউএসএআইডি’র উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএইচএম ইকবাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান, আর এসএফ’র বাংলাদেশ সংবাদদাতা সালিম সামাদ, দৈনিক কালের কণ্ঠ’র সিনিয়র প্রতিবেদক পার্থ সারথি দাস, ডেইলি ওবজারভার এর সিনিয়র প্রতিবেদক খুরশীদ মহল শাপলা।

কর্মশালায় শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।