শ্রীমঙ্গলে স্টাডি হেল্প কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
একুশে জার্নাল
জানুয়ারি ১৬ ২০১৯, ১৬:১৪
এহসান বিন মুজাহির: ২০১৭ ও ২০১৮ সালের পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল শহতলীর রামনগর মণিপুরী পাড়ায় অবস্থিত স্টাডি হেল্প কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমি।
বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে কোচিং সেন্টার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
স্টাডি হেল্প কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমি’র পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের উপ-সহকারী পরিদর্শক মোঃ নোয়াব আলী, আশিদ্রোণ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জয়া শর্মা এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল পাপ্পু এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ নাদির হোসেন এবং হরেন্দ্র সিংহ।
অনুষ্ঠানে ২০১৭ ও ২০১৮ সালের পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ অন্যান্য কৃতি শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারি থেকে কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতি বছরই জিপিএ ফাইভসহ শতভাগ পাশ করে কোচিং সেন্টারের সাফল্য অব্যাহত রাখে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।