শ্রীমঙ্গলে সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কামরুল হাছান-কে সংবর্ধনা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৭ ২০১৯, ১৭:৩৪

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ।

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাধ্যামিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-সাবেক শিক্ষার্থী এবং অভিবাবকদের মধ্যে অনেকেইে বক্তব্য রাখেন। বক্তারা বলেন কামরুল হাছানের ৩৪ বছরের শিক্ষকতার জীবনে অন্যতম প্রাপ্তি হলো বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন। তিনি একজন একজন আদর্শ শিক্ষক এবং প্রকৃত মানুষ গড়ার কারিগর। তার মেধা, শ্রম, যোগ্যতা তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। প্রসঙ্গত, কামরুল হাছান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ প্রথমে উপজেলা, এরপর জেলা এবং সর্বশেষে বিভাগীয় পর্যায়ে শ্রষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। কুমিল্লার পুমকাড়া এগারো গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র। এশিয়ান কলেজ ঢাকা থেকে এমএ ফাস্ট ক্লাস পেয়ে কৃতিতের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদ এবং শিক্ষক ফোরাম শ্রীমঙ্গলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৮৫ সাল থেকে তিনি শিক্ষকতার মহান পেশায় সম্পৃক্ত হন এবং ১৯৯৯ সালে শ্রীমঙ্গলেরমোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিত শিক্ষক কামরুল হাছানের হাতে সম্মাননা তুলে দেন ।