শ্রীমঙ্গলে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৫:০৬
এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রত্নাময়ী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. শামসুল ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষক নন্দিতা বর্ধন, নাজমা বেগম, সোমা দেব, রিপা রানী যাদব, সুরাইয়া নাসরিন হ্যাপি, জুবেদা বেগম, কলি ভট্টাচার্য, পম্পা রানী বিশ্বাস, সেলিম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ফাহমিদা মাহমুদ অন্তরা ও সিফাত আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।