শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ, এখন গণনা চলছে
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ৩০ ২০১৮, ১২:১৮
এহসান বিন মুজাহির: মৌলভীবাজার ৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) শান্তির্পূণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকির ঘটনা ঘটেনি। ভোটাররা রবিবার সকাল আটটা থেকে ভোটকেন্দ্রে আসতে থাকে। ভোট চলে একটানা বিকাল চারটা পর্যন্ত। সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
এ উপজেলায় শতকরা ৭০ ভোট কাস্টিং হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯৮ হাজার ৮’শ ত্রিশটি। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৯ হাজার ৭’শ বিয়াল্লিশটি। মহিলা ভোটার ১ লক্ষ ৯২ হাজার ৮’শ আশি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীমঙ্গলের ২৯টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতিকের প্রার্থী উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এমপি এগিয়ে রয়েছেন। তিনি ষষ্ঠ বারের মতো এমপি হতে যাচ্ছেন বলে এমনটি ধারণা করছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যান্য কেন্দ্রের ভোট গণনা চলছে।