শ্রীমঙ্গলে রিক্সাচালকদের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৮ ২০২০, ১৮:৩৪
এহসান বিন মুজাহির : মৌলভীবাজের শ্রীমঙ্গলে হতদরিদ্র পরিবারের জন্য সরকার কর্তৃক বরাদ্দ খাদ্য সামগ্রী শনিবার বিকালে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আছাদুজ্জামান জানান-শ্রীমঙ্গল উপজেলায় আমরা সরকারের পক্ষ থেকে সাত মে.টন চাল এবং সত্তর হাজার টা কা বরাদ্দ পেয়েছি
৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিতরণের জন্য। শুধুমাত্র পৌরসভা ব্যতীত সকল ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে তা হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০০ হত দরিদ্র পরিবারে যাদের কাজ নেই তাদেরকে সরকার প্রদত্ত ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে। তারা তালিকা করে রোববারের মধ্যে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারগণের উপস্থিতিতে বিতরণ শেষ করবেন। এছাড়া পৌরসভায় আমরা সরাসরি বরাদ্দ দেইনি। এটা উপজেলা প্রশাসনের মাধ্যমে আজ বিকেলে মোট ৮০ জন ভ্রাম্যমান রিক্সাচালকদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন। এসময়
উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ত্রাণ বিভাগের কর্মকর্তা জনাব আছাদুজ্জামান ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী ভানুলাল রায় প্রমুখ।