শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের ২৩ মামলায় ৬৪,১০০ টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৬ ২০২০, ২২:১৪

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে সোমবার দিনব্যাপী কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে।

সারাদিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে মোট ২৩ টি মামলায় ৬৪,১০০ টাকা জরিমানা করা হয়েছে। এতথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। উপজেলাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান।

এ সময় সরকারি আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, জনসমাগম করা, অযথা ঘোরাফেরা করা, কাগজপত্র ছাড়া মোটরবাইক ও অন্যান্য যানবাহন চালনা ইত্যাদি অপরাধে বিভিন্ন ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন মালিককে মোবাইল কোর্টে মোট ২৩ টি মামলায় ৬৪,১০০ টাকা জরিমানা করা হয়েছে।