শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
একুশে জার্নাল
এপ্রিল ১৭ ২০১৯, ১৬:৫৪
এহসান বিন মুজাহির : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূাচির মাধ্যমে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শ্রীমঙ্গল পৌর শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়, মোহাজারেবাদ উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, সিন্দুরখাঁন ইউনিয়নের ক্ঞ্জুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শ্রী অয়ন চৌধুরী।
অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মামুন আহম্মেদ। বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দেব। কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে অনুৃষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া।
সিন্দুরখান ইউনিয়নের ক্ঞ্জুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকডা. মোঃ একরামুল কবীর। শিক্ষিকা রোজিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোশাহিদ চৌধুরী।