শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির
একুশে জার্নাল
ডিসেম্বর ০১ ২০১৮, ১২:১৫
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়ণের পূর্ব জামসী (পাইকপাড়া) মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় পাইকপাড়া মোহাম্মদিয়া এতিমখানা মাদরাসা প্রাঙ্গণে পাঁচ শতাধিক রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। শনিবার সকাল সাড়ে নয়টায় চিকিৎসা সেবার কার্যক্রম শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। চক্ষু শিবির ২০১৮’র শুভ উদ্বোধন করেন অনুুষ্ঠানের প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তিন সদস্যের একটি ¯েপশাল মেডিকেল টিম এই চক্ষু শিবিরের কার্যক্রম পরিচালনা করেন। টিমে ছিলেন ডা. আজহার-উল-ইসলাম, ডা. আব্দুল বাতেন তালুকদার এবং ডা. প্রিয়তা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জামিল আহমেদ ওসমান, ট্রাস্টের পরিচালক ও হামিদিয়া টি এস্টেটের সিনিয়র মহা-ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।