শ্রীমঙ্গলে বরুণা মাদারাসা মাঠে আল-খলিলের ফ্যামিলি ফুড প্যাক বিতরণ
একুশে জার্নাল
এপ্রিল ০২ ২০২০, ০৭:১১

করোনা ভাইরাস আতঙ্ক ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনে থাকা অভাবগ্রস্ত, অসহায় ও দু:স্থ শতাধিক পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাক বিতরণ করেছে আল খলীল এডুকেশন এন্ড কারচ্যারাল সেন্টার ইউকে!
বুধবার (১এপ্রিল) সকাল ১১টায় আল-খলীল’র সম্মানিত সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়!
আল খলীল এডুকেশন এন্ড কারচ্যারাল সেন্টার ইউকের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা শেখ বদরুল আলম হামিদী সাহেবের সার্বিক দিকনির্দেশনায় ও বরুণা মাদরাসার মুশিরে আ’লা হাফিজ হামিদুর রহমান(ইয়াকুত) হামিদী সাহেবের তদারকিতে স্থানীয় অভাবগ্রস্ত, অসহায় ও দু:স্থদের মাঝে রমজান ফ্যামিলি ফুড প্যাক বিতরণ করা হয়। এছাড়াও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলখলিল’র সহ- সভাপতি মাওলানা সাইফুর রহমান,আলখলিল কুরআন শিক্ষাবোর্ড’র ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা আদনান আলম হামিদী,আলখলিল’র মিডিয়া বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন জুবায়ের,মাওলানা আতহার জাকওয়ান,মাওলানা হাবিবুল মুরসালিন,মাওলানা মোসলেহ উদ্দিন,হাফিজ মাওলানা দিলাওয়ার হুসাইন প্রমুখ!
আলখলীল চেয়ারম্যান আশা প্রকাশ করেন, যাদের অর্থায়নে আজকের এই মহতি কাজটি সম্পাদন হয়েছে আল্লাহ রাব্বুর আলামিন যেনো তাদেরকে উওম জাজায়ে খায়ের দান করেন!এবং সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে আসলে অচিরেই আমরা এই সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ!