শ্রীমঙ্গলে ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১১ ২০২০, ১৬:১৯

করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে বিপাকে পড়া শ্রীমঙ্গলের ৫নং ইউপির ৩৫ টি অস্বচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে ২য় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গলের সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার।

ফ্রেন্ডস ক্লাবের এর পক্ষ থেকে শনিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় অস্বচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লোবন বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টে

আছেন অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। এই সব মানুষদের সহায়তা করাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। তিনি আরো বলেন, ফ্রেন্ডস ক্লাবের সদস্য ও দাতা সদস্যদের সর্বাত্মক সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি। কঠিন এই পরিস্থিতিতে যারা ফ্রেন্ডস ক্লাবের সাথে সহযোগিতা করেছন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আগামীতেও পাশে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন- ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, মিডিয়া সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, অর্থ সম্পাদক আমির হোসেন, সদস্য সচিব কামরুল ইসলাম।

সদস্য ডাক্তার মোঃ রাহেল আহমদ, সাকেদ আহমদ, সিপন আহমদ, পারভেছ আহমদ, পাবেল আহমদ, জুমন আহমদ, তারেক আহমদ, জাবেদ আহমদ, জাহাঙ্গীর আহমদ, রাহিন আহমদ, পাবেল আহমদ, নজরুল ইসলাম, আছকির আহমদ প্রমূখ।