শ্রীমঙ্গলে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০২ ২০১৯, ২৩:১২
এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনদিনব্যাপি ‘পরিকল্পিত ফল চাষ’ ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এর আগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। আরো বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালেক, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ।